স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের দুই ক্যাটাগড়ির ফাইনাল খেলা বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন আয়োজিত জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পর্যায়ক্রমে ৪টি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামের ২টি মাঠে।
পুরুষ ক্যাটাগরিতে কালিহাতী ও নাগরপুর উপজেলা মুখোমুখি হবেন। নারী ক্যাটাগরির ফাইনালে টাঙ্গাইল সদর ও ধনবাড়ী উপজেলা খেলবেন। সরকারি কর্মকর্তা/কর্মচারী ক্যাটাগরিতে টাঙ্গাইল সদর ও সখিপুর উপজেলা ফাইনাল খেলবেন। জেলা পর্যায়ে কর্মকর্তা/কর্মচারীর ক্যাটাগরিতে ফাইনাল খেলবেন জেলা প্রশাসন এবং পুলিশ সুপার দল। প্রতি ক্যাটাগরির ফাইনালে চ্যাম্পিয়ন দল ২০ হাজার টাকা এবং রানার্সআপ দল ১০ হাজার টাকা পুরষ্কার লাভ করবেন।
জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু।