যথাযোগ্য মর্যাদায় দানবীর রণদা প্রসাদ সাহার ১২৭ তম জন্মজয়ন্তী পালিত

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
যথাযোগ্য মর্যাদায় প্রখ্যাত লোকহিতৈষী দানবীর রণদা প্রসাদ সাহার ১২৭তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। জন্মজয়ন্তী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গ্রামবাসী নানা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল প্রভাতফেরী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রণদার জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ছয়টায় মির্জাপুর গ্রামবাসীর পক্ষ থেকে প্রভাতফেরী বের করা হয়। পরে তাঁরা কুমুদিনী ক্যাম্পাসে রণদার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
দানবীরের ১২৭ তম জন্মজয়ন্তীকে ঘিরে মির্জাপুর গ্রামবাসী বৃহস্পপতিবার (২৩ নভেম্বর) বিকেলে রণদা নাট মন্দিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, লেখক ও সাংবাদিক আনিসুল হক। কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক ও রণদা প্রসাদ সাহার পুত্রবধু শ্রীমতি সাহা, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, ব্যবসায়ী নেতা গোলাম ফারুক সিদ্দিক, রণদা প্রসাদ সাহার প্রপৌত্রী রাহি সাহা প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে কবিতা ও মানপত্র পাঠ করেন কবি গোপাল কর্মকার, জহিরুল ইসলাম শেলী, প্রাণ গোপাল সাহা ও উত্তম কুমার সাহা।
প্রধান অতিথি আনিসুল হক বলেন, দানবীর রণদা প্রসাদ সাহা শুধু দানবীর ছিলেন না তিনি একজন কর্মবীরও ছিলেন। বাংলাদেশের পতাকার লাল বৃত্তে রণদা প্রসাদসহ ৩০ লক্ষ শহীদের রক্ত আছে বলে তিনি তাঁর বক্তৃতায় উল্লেখ করেন। আজকের এইদিনে উত্থান একাদশী তিথিতে অতিদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন দানবীর রণদা প্রসাদ সাহা।

 

৩০১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *