বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় মুক্তির জামিনের বিষয়ে শুনানি ২৭ নভেম্বর

আইন আদালত টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

আদালত সংবাদদাতা ॥
টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলার আসামি পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তির নেয়া জামিনের বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে আগামী সোমবার (২৭ নভেম্বর)। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ ছয় সদস্যের আপিল বেঞ্চ শুনানির জন্যে এ দিন ধার্য করেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার আসামি পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তির জামিনের বিষয়ে সঠিক পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে তার চেম্বারে আধাঘন্টা বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন আইনমন্ত্রী।
এর আগে গত (২০ নভেম্বর) হাইকোর্টের একটি বেঞ্চ থেকে তিনি জামিন পান। জামিন আদেশ কারাগারে পৌঁছালে বুধবার (২২ নভেম্বর) তাকে জেলখানা থেকে মুক্তি দেয়া হয়। গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চেম্বার বিচারপতি এম এনায়েতুর রহিমের বিশেষ চেম্বার কোর্টে এর শুনানি হয়। এ সময় তিনি জানতে চান আসামি বের হয়ে গেছেন কি না? রাষ্ট্রপক্ষ জানায় যে, বুধবার (২২ নভেম্বর) দুপুরে সে বের হয়ে গেছে। পরে চেম্বার জজ বলেন, যেহেতু বের হয়ে গেছে আগামী সোমবার (২৩ নভেম্বর) এটি আপিল বিভাগে ৫ আইটেমের পরে থাকবে।
এর আগে সহিদুর রহমান খান মুক্তি হাইকোর্টের একটি বেঞ্চে জামিন আবেদন বিচারাধীন থাকার তথ্য গোপন করে আরেকটি বেঞ্চে আবেদন করেছিলেন। বিষয়টি নজরে আনার পর আদালত জামিন আবেদন সরাসরি খারিজ করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছিলেন সহিদুর রহমান খান মুক্তি। চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। পরে আপিল বিভাগ গত (২৭ আগস্ট) বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার বিচারকাজ ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। আপিল বিভাগের নির্দেশনা গোপন করে গত (২০ নভেম্বর) হাইকোর্টের একটি বেঞ্চ থেকে সহিদুর রহমান খান মুক্তি জামিন পান। ওই আদেশ কারাগারে পৌঁছালে বুধবার (২২ নভেম্বর) তাকে মুক্তি দেয়া হয়।

 

৪২০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *