কালিহাতীতে ইউএনও’র গণ শুনানির পর বিভেদ ভুলে এক সাথে নামাজ আদায়

কালিহাতী টাঙ্গাইল

সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ইউএনও’র গণ শুনানির পর দুই সমাজের লোকজন চলমান বিরোধ, ক্ষোভ ভুলে একসাথে জুম”আ নামাজ আদায় করেছেন। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার কোকডহরা ইউনিয়নের মহিষজোড়া গ্রামে নিজেদের মধ্যকার বিরোধ, ক্ষোভ ভুলে এক সাথে দুই সমাজের লোকজন জুম”আ নামাজ আদায় করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিলেন।
সরেজমিনে দেখা যায়, শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১১ টা থেকে দুই পক্ষের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। মসজিদের দুই পাশে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করে। পরে পুলিশ এসে উভয়পক্ষকে নিভৃত করে শান্তিপূর্ণভাবে জুম”আ নামাজ আদায় করার আহ্বান জানান। নামাজ শেষে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ইসলাম দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লার মধ্যস্থতায় উভয়পক্ষই অতি দ্রুত সময়ে আলোচনায় বসে বিবাধমান সকল বিষয় মিমাংসা করবেন। এ আলোচনা বসা না পর্যন্ত উভয় পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে নামাজ আদায় করতে বলা হয়েছে। কোন পক্ষ যদি শান্তি শৃঙ্খলার অবনতি ঘটান তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এ বিষয়ে গত (১৪ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন বিবাদমান বিষয়ে গণ শুনানি শেষে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মসজিদে নামাজ আদায় করার আদেশ দেন।

৩০৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *