স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদ্য বহিস্কৃত সদস্য এডভোকেট খন্দকার আহসান হাবীব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ সদর আসনে সতন্ত্র প্রার্থী হচ্ছেন। ইতিমধ্যে তিনি রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। নির্ধারিত সময়ে মনোনয়ন পত্র জমা দিবেন তিনি। শুক্রবার (২৪ নভেম্বর) টাঙ্গাইলের একটি অভিজাত রেষ্টুরেন্টে সাংবাদিকদের সাথে মত-বিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
বহিস্কৃত বিএনপি নেতা খন্দকার আহসান হাবীব বলেন, স্থানীয় পর্যায়ের বিএনপির অনেক নেতা-কর্মী তার পাশে রয়েছেন। নির্বাচনে তিনি বিএনপি পন্থী ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাবেন।
তিনি বলেন, গণতন্ত্র রক্ষা করতে নির্বাচনের বিকল্প নেই। হরতাল-অবরোধ করে সরকারের পতন ঘটানো যায় নাই। হরতাল অবরোধে দেশের ও জনগনের অনেক ক্ষতি হয়েছে। তাই তিনিসহ বিএনপির অনেক নেতা স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের ব্যানারে একত্র হয়েছেন। স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ কোনো রাজনৈতিক সংগঠন নয়।
মত-বিনিময় সভায় টাঙ্গাইলে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ঢাকায় স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের ব্যানারে সংবাদ সম্মেলনে এমপি প্রার্থী হিসেবে নির্বাচনে আসার ঘোষণা দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার আহসান হাবীব। তারপরই তাকে দল থেকে বহিস্কার করা হয়।