
মধুপুর প্রতিনিধি ॥
মধুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনের কর্মসূচি হিসেবে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি হয়েছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আদিবাসী গারো নারী সংগঠন আচিক মিচিক সোসাইটি শনিবার এ কর্মসূচি পালন করে। পক্ষব্যাপি কর্মসূচির প্রথম দিন শনিবার (২৫ নভেম্বর) নারী সংগঠনটির নিজস্ব কার্যালয় ভুটিয়ায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“নারীর প্রতি সহিংসতা রুখতে, গড়ে তোলো একতা” প্রতিপাদ্যে এক র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার বাইদ সিআইপি প্রজেক্ট ইনচার্জ দীপিকা সিমসাং। সোসাইটির রীতা রেমার সঞ্চালনায় আলোচনা সভায় জযেনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক,আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং,মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শহীদ, কৃষি বিভাগের প্রতিনিধি শাহীন আলম বক্তৃতা করেন।
আচিক মিচিক সোসাইটি জানায়, নারী ও মেয়ে শিশুর প্রতি নানা ধরনের সহিংসতা বেড়েই চলছে। বিশেষ করে পারিবারিক, সামাজিক সহিংসতায় আক্রান্ত হচ্ছে নারী ও শিশু। এই সহিংসতা প্রতিরোধে বিশ্বের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পক্ষব্যাপি সারা পৃথিবীতে এই সহিংতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের লক্ষ্য -সহিংসতামুক্ত, নারী পুরুষের সমতা ভিত্তিক মানবিক সমাজের। একদিন নারীরা বলে উঠবে সমস্বরে “ আমরা নারী, আমরাও পারি”।