কালিহাতীতে মোজহারুলকে আ’লীগের মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল

কালিহাতী টাঙ্গাইল রাজনীতি

সোহেল রানা, কালিহাতী ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। রোববার (২৬ নভেম্বর) বিকেলে গণভবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করার পর পরই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এই আনন্দ মিছিলটি বের করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল কাদের, সাবেক প্রচার সম্পাদক আবু মুহাম্মদ জিন্নাহ, সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রাম প্রসাদ বসু (বাবুল বোস), সাবেক সদস্য আসলাম সিদ্দিকী ভূট্টো, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মনিরুজ্জামান মনির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিন, কালিহাতী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাকিল আহমেদ রাজন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল হাদি নিশাত ও কালিহাতী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমানসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

৫৫৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *