টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই বোনের মৃত্যু 

কালিহাতী টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ।।

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে৷ রবিবার (২৬ নভেম্বর)দুপুরে টাঙ্গাইল পৌরসভাধীন কাগমারা পন্ডিত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে৷ নিহতরা হলেন, ওই এলাকার আব্দুল ওহাবের মেয়ে ওয়াছেনাথ (৫) এবং জাহাঙ্গীর আলমের ছেলে ইহান (৪)।

নিহতের চাচা আব্বাদ উদ্দিন বলেন, পরিবারের অজান্তে রোববার সকালে বাড়ির পিছনের পুকুরে ডুবে যায়৷ পরিবারের লোকজন তাদেরকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন৷  খোঁজাখুঁজি এক পর্যায়ে প্রথমে ইহানের লাশ ভেসে উঠে৷ পরে পরিবারের লোকজন দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা পাশাপাশি বাড়িতে বসবাস করতো৷  এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

৩৮৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *