
কাজল আর্য ॥
টাঙ্গাইল-১ (মধুপুর- ধনবাড়ী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ড. আব্দুর রাজ্জাক এমপি। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী। ড. আব্দুর রাজ্জাক এর আগে ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি হয়েছেন। বিগত ২০০৮ সালে তিনি খাদ্য, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্বপালন করেন এবং দলের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ছিলেন।
জানা যায়, বিগত ২০০১ সালে রাজনীতিতে যোগদানের আগে ড. আব্দুর রাজ্জাক কৃষি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকরিরত ছিলেন। ছাত্রজীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের জিএস ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুসুদ্দি গ্রামে।
ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা ও পাইস্কা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আওলাদুজ্জামান আদর বলেন, আমাদের এ আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। এখানে আমাদের প্রিয় নেতা ড. আব্দুর রাজ্জাকের কোন বিকল্প নেই। আমরা বিপুল ভোটে এখানে নৌকাকে বিজয়ী করে আবারও শেখ হাসিনাকে উপহার দিবো। তিনি আরো বলেন মনোনয়ন ঘোষণা হওয়ার সাথে সাথে আমরা আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ করেছি।
উল্লেখ্য, এ আসনটিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছিলেন কৃষিমন্ত্রীর বোন, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সাবেক ছাত্রনেতা অধ্যাপক মেহেরুল হাসান সোহেল, অভিনেতা সিদ্দিকুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাসুদুর রহমান মাসুদ রানা।
মধুপুর ও ধনবাড়ী উপজেলা নিয়ে টাঙ্গাইল-১ আসন গঠিত। এ আসনের মধুপুর উপজেলায় ১১ টি ইউনিয়ন, ১ টি পৌরসভা এবং ধনবাড়ী উপজেলায় ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা রয়েছে। এতে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৬৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৭ হাজার ১৭০ জন এবং নারী ২ লাখ ১৬ হাজার ৬৫৩ জন।