সখীপুরে চেতনানাশক ওষুধ খাইয়ে দুর্র্ধষ চুরি

অপরাধ টাঙ্গাইল সখিপুর

সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ নভেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার মহানন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মানিক বর্মণ জানান, শনিবার (২৫ নভেম্বর) সকালে খাবার খাওয়ার পরপরই বাড়ির সবাই অচেতন হয়ে পড়লে তাদেরকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। রাতে আমাদের ঘরে কেউ না থাকার সুবাদে চোরচক্রটি ঘরে ঢুকে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা, ১ টি মোটরসাইকেল, মোবাইল ও স্বর্ণালংকারসহ অন্তত ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েছে। একই দিন প্রতিবেশী আজগর আলীর বাড়িতে চেতনানাশক স্প্রে করলেও কোন চুরির ঘটনা ঘটেনি। বর্তমানে দুই পরিবারের অন্তত ৬-৭ জন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন জানান, চেতনানাশক স্প্রে করার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি রাতে পাহাড়া দেওয়ার কথা বলে এসেছিলাম। কিন্তু তারা অসচেতন হওয়ায় এত বড় চুরির ঘটনা ঘটেছে। এটি সত্যি দু:খজনক।
সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, চুরির ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৯৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *