স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে পূনরায় নৌকার মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ থেকে খান আহমেদ শুভ’র নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে খান আহমেদ শুভকে পূনরায় দলের মনোনয়ন দেয়ার খবরে পৌর শহরে বিপুল সংখ্যক নেতাকর্মী বাধ্যযন্ত্র বাজিয়ে আনন্দ মিছিল বের করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে এ আসন থেকে এক নারীসহ ৯ জন প্রত্যাশী ছিলেন। ২০২২ সালের ১৬ জানুয়ারি উপ-নির্বাচনে খান আহমেদ শুভ এমপি নির্বাচিত হন।
১৯৬ Views