
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত ১০দিন ধরে মহাসড়কের ধারে পড়ে আছেন অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তি। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। ভাঙা পা নিয়ে অভুক্ত অবস্থায় খোলা আকাশের নীচে পড়ে রয়েছেন ওই হতভাগা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী নামক স্থানে পড়ে আছেন ওই ব্যক্তি।
বাওয়ার কুমারজানী গ্রামের বাসিন্দা মিজান সিকদার জানান, চলাফেরার সময় গত ১০দিন আগে ওই ব্যক্তিকে আহত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখি। কোথা থেকে এসেছেন কেউ বলতে পারছেন না। নাম পরিচয় জানতে চাইলে সঠিক করে উত্তর দিতে পারেন না। একে তো পা ভাঙা তাছাড়া শারীরিকভাবেও অসুস্থ। মনে হচ্ছে অনেকদিন ধরেই অভুক্ত। গত কয়েক দিন ধরে বাড়ি থেকে দুবেলা খাবার এনে দিচ্ছেন বলেও জানান মিজান।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন বলেন, এ বিষয়ে আমাকে কেউ অবহিত করেননি। দ্রুত সময়ের মধ্যেই খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।