স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
এদিকে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে জহিরুল ইসলাম জহিরকে দলের মনোনয়ন দেয়ায় উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক ভিপি আবু আহমেদ, সদস্য সচিব আবুল কাশেম, পৌর জাতীয় পার্টির সভাপতি খন্দকার শাহেদ আনোয়ার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুসহ নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জহিরুল ইসলাম জহির দলের চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে বলেন, মির্জাপুর উপজেলা জাতীয় পার্টি যে কোন সময়ের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী। সুষ্ঠু ভোট হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী বলে উল্লেখ করেন।