স্টাফ রিপোর্টার ॥
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের পাশে টাঙ্গাইলের সদরে অজ্ঞাত এক নারীর (৪২) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার বিক্রমহাটি এলাকা থেকে তার উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে বিক্রমহাটি গ্রামের একটি খাদের ছন গাছের ঝোপের মধ্যে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, মরদেহটির শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন নেই। মরদেহটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ময়না তদন্ত শেষে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।