
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে আলিহা আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রী নিখোঁজ হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে গোড়াই গন্ধব্যপাড়া তাহফিজুর উম্মা মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। আলিহা আক্তার গোড়াই গন্ধব্যপাড়া গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে। এ ব্যাপারে আলিহার বাবা মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
পারিবারিক সূত্র জানায়, গোড়াই উত্তর নাজিরপাড়ার বাসিন্দা আক্তারুজ্জামানের তিন সন্তানের মধ্যে আলিহা বড়। প্রতিদিনের ন্যায় আলিহা বাড়ি থেকে এক কিলোমিটার দূরে গোড়াই গন্ধব্যপাড়া তাহফিজুল উম্মা মাদরাসায় যায়। মাদরাসা ছুটি শেষে আর বাড়ি ফিরে আসেনি। আলিহার পরনে ছিলো লাল রংয়ের জামা ও মাথায় কালো হিজাব। এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, অভিযোগ পাওয়ার কথা শুনেছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।