ঘাটাইল প্রতিনিধি ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন বিএনএমের দলীয় মনোনীত প্রার্থী ক্যাপ্টেন (অব:) জাকির হোসেন মনোনয়ন পত্র দাখিল করেছেন। বুধবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে দলীয় নেতকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন ।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী ক্যাপ্টেন (অব.) জাকির হোসেন মোটর সাইকেল শোভাযাত্রাসহকারে ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকার প্রধান সড়কে শোডাউন করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ঘাটাইল উপজেলা শাখার সদস্য সচিব সরকার শাহীন, যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান রাসেলসহ বিএনএমের নেতৃবৃন্দরা ।