
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শহরের শান্তিকুঞ্জ মোড়ে অবস্থিত জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কার্যকরী কমিটির সদস্য শিক্ষক ও সাংবাদিক মোজাম্মেল হক, ব্যবসায়ী ওয়াহেদুর রহমান মজনু ও ছাত্রছাত্রীদের অভিভাবক প্রতিনিধি ফেরদৌস আহমেদ পলাশ। ৭২ জন ৫ম শ্রেনীর বিদায়ী ছাত্রদের বিদায় অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর ছানোয়ার হোসেন স্বপন। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছার পাশাপাশি মধ্যাহৃ ভোজের আয়োজন করা হয়।