
ঘাটাইল প্রতিনিধি ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে সাবেক এমপি আমানুর রহমান খান রানা। তিনি ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৪ টায় মনোনয়ন পত্র জমা দেন।
এর আগে তিনি ঘাটাইলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকার প্রধান সড়কে শোডাউন করেন।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী ক্যাপ্টেন (অব.) জাকির হোসেন মোটর সাইকেল শোভাযাত্রাসহকারে ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকার প্রধান সড়কে শোডাউন করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ঘাটাইল উপজেলা শাখার সদস্য সচিব সরকার শাহীন, যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান রাসেলসহ বিএনএমের নেতৃবৃন্দরা ।