স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালার পুরস্কার বিতরণ, সংবর্ধনা ও পাঠাগারে বই প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছায়ানীড়ের পরিচালনায় ও নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণ, সংবর্ধনা ও পাঠাগারে বই প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন আহমদ। মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফর রহমান। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ডা. নজরুল ইসলাম লুলু (পি.টি.), জয়িতা লুৎফা আক্তার মিতা, শিক্ষিকা ও সমাজসেবী লুৎফি আরা হাসিনা আখতার, জয়িতা জান্নাতুল ফেরদৌস শান্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন ম্যানেজার এ এম আনিসুজ্জামান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল আলীম মিঞা। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।