কালিহাতীতে মাকে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন সারওয়াত সিরাজ শুক্লা

কালিহাতী টাঙ্গাইল রাজনীতি

কাজল আর্য ॥
টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী রিটার্নিং ও ইউএনও শাহাদাত হুসেইনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। ঢাকার গুলশান সোসাইটির মহাসচিব ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা প্রয়াত মন্ত্রী ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক শাজাহান সিরাজের মেয়ে। শাজাহান সিরাজ কালিহাতী থেকে একাধিকবার এমপি নির্বাচিত হয়েছিলেন।
মনোনয়নপত্র জমাদানের আগে সারা উপজেলা থেকে তার ব্যক্তিগত নেতাকর্মী অনুসারীরা শহরের বাসায় সমবেত হন। পরে একটি আনন্দ মিছিল করে উপজেলা চত্বরে পৌঁছে। জমাদানকালে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার মা রাবেয়া সিরাজসহ অনেকেই উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, আমার বাবা প্রয়াত শাজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠক । দেশ গঠনে তার অনেক অবদান রয়েছে। কালিহাতী উপজেলায় তিনি অনেক উন্নয়ন করেছেন। আমি গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে এই নির্বাচনে অংশ নিয়েছি। আমার প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ ভোট দিতে পারলে আমি অবশ্যই বিজয় হবো।

উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৮৯২ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৫ হাজার ৬৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। এছাড়াও মোট ভোট কেন্দ্র রয়েছে ১১৩ টি। এছাড়াও প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ আগামী ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

২৫৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *