কাজল আর্য ॥
টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে আওয়ামী লীগের প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী রিটার্নিং ও ইউএনও শাহাদাত হুসেইনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে সারা উপজেলা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগি সংগঠনগুলোর নেতাকর্মীরা শহরের দলীয় কার্যালয়ে সমবেত হন। পরে একটি বিশাল আনন্দ মিছিল করে উপজেলা চত্বরে পৌঁছে।
জমাদানকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভার মেয়র নূরন্নবী সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল লতিফ মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মনিরুজ্জামান মনিরসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাজীবন রাজনীতি করেছি মানুষের কল্যাণে। আওয়ামী লীগ করতে গিয়ে অনেক অত্যাচার, জুলুম নির্যাতনের শিকার হয়েছি। কয়েকবার কারাবরণ করেছি। তবুও নীতি আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হই নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন, আমি তার কাছে চিরকৃতজ্ঞ। কালিহাতীর মানুষ উন্নয়নের স্বার্থে নৌকাকেই বিজয়ী করবে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৮৯২ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৫ হাজার ৬৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। এছাড়াও মোট ভোট কেন্দ্র রয়েছে ১১৩ টি।
এছাড়াও প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ আগামী ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।