
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় সড়ক দূর্ঘটনায় কবলিত ক্ষতিগ্রস্থ পরিবাবের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সাধারণ গ্রন্থাগার মিলনায়নে সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় কেক কেটে ও ২টি ছাগল বিতরন করে নিরাপদ সড়ক চাই ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ গ্রন্থাগারের সচিব কবি মাহমুদ কামাল। নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার জেলা সহ-সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল ঝান্ডা চাকলদার, যুগ্ম সম্পাদক মহিবুজ্জামান মুক্তা ও সাইদুল ইসলাম মিন্টু, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মামুুনুজ্জামান মামুন, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মনির হোসেন, কার্যকরী কমিটির সদস্য সজিব হোসেন, শামীম আল মামুন ও নাজমুস সালেহীন।