স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে (স্বতন্ত্র) এমপি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। তিনি মির্জাপুর উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন বলে জানা গেছে।
তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, টানা তিনবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং এই উপজেলার শিল্পাঞ্চল এলাকার গোড়াই ইউনিয়নে টানা পাঁচবার নির্বাচিত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া ১৭ বছর বাংলাদেশ ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
গত সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। মন্ত্রণালয়ের সচিব পদত্যাগপত্রটি গ্রহণ করেন এবং স্থানীয় সরকার বিভাগ মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করেন।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে (স্বতন্ত্র) এমপি প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু বলেন, জনগণ আমার মূল শক্তি। বিগত ১৯৮৪ সাল থেকে জনগণের সেবা করে আসছি। এরমধ্যে টানা পাঁচবার গোড়াই ইউপির চেয়ারম্যান এবং বিগত ২০০৯ সাল থেকে টানা তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের কাজ করছি। ৪০ বছর ধরে জনপ্রতিনিধি করে আসছি। মির্জাপুরবাসীকে জুলুম নির্যাতন থেকে রক্ষা, জনগণের সেবা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কোনো নির্বাচনে ভোটাররা তাকে পরাজিত করেননি। এই উপজেলার ভোটাররা এবারও তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
মির্জাপুরে ৪০ বছরের জনপ্রতিনিধি স্বতন্ত্র প্রার্থী হলেন বীর মুক্তিযোদ্ধা মন্টু
৪৭৫ Views