
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইল এস.ই. পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শনিবার (২ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে চারদিনব্যাপী একক বনসাই প্রদর্শনী ও বৃক্ষ মেলা। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা নার্গিসের একক উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এ প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে হরেক রকমের ডিজাইনের বনসাই গাছসহ বিভিন্ন বৃক্ষের প্রদর্শনী করা হয়েছে। বিভিন্ন বয়সী মানুষ ঘুরে ঘুরে বনসাই গাছসহ নাম না জানা বিভিন্ন বৃক্ষের সাথে পরিচিত হচ্ছেন।
সহকারী শিক্ষিকা নাসরিন নার্গিস জানান, তিনি তার ছাদ বাগানে হরেক রকমের œ ডিজাইনের বনসাই গাছসহ বিভিন্ন বৃক্ষের চাষ করেন। মানুষের মাঝে এগুলো পরিচিত করার জন্যই তার এ আয়োজন। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনী চলবে।