মধুপুরে ঝরে পড়া শিশুদের ব্যতিক্রমী স্বপ্নজয়ী পাঠশালা

টাঙ্গাইল মধুপুর লিড নিউজ শিক্ষা

হাবিবুর রহমান, মধুপুর ॥
স্বপ্ন ঘুমিয়ে দেখা নয়। বিভোর তন্দ্রাচ্ছন্ন নয়। গোধূলি পেরিয়ে সূর্য হেলিয়ে ঘরে গেলে আসে রাত নিঝুম। নিকষ কালো ঘনিয়ে উঠে রাতের জ্বল জ্বলে জোস্না। তারার মেলায় লুটিয়ে পড়ে ঘোলাটে আলো। কেউ রাত জেগে সাধনা করে। কেউবা আবার গল্প কবিতায় লিখে স্বপ্নের গল্প। স্বপ্নের মানুষকে নিয়ে রচনা করে জীবন খাতার অজসু পাতা। পূর্ণিমা রাতের জোছনা মাখা প্রেমের উপমা। আবার সারা দিনের কর্মব্যস্ত ক্লান্ত মানুষগুলো নিথর দেহে ঘুমিয়ে পড়ে। শীত প্রধান দেশের নিশাচর পাখিরা উড়াল দেয়, পাড়ি জমায় উষ্ণতার আশায়। তবে এ সব স্বপ্নের কাছাকাছি কোন এক খন্ড মেঘের ভেলার মতো। যে চাওয়া পাওয়া প্রতিনিয়ত তাড়া করে, ব্যাকুলতায় ভাসিয়ে নেয়, ঘুমাতে বার বার ক্ষণে ক্ষণে মনের আকাশে উঁকি মারে, কেড়ে নেয় চোখ আর মনের নিদ্রা। সে হলো স্বপ্ন। আর এ স্বপ্নজযীর স্বপ্নদ্রস্টা এক মানবতাপ্রেমী মানুষ। যার মন কাঁদে পরিবার সমাজের সুবিধা বঞ্চিত অবহেলিত পিছিয়ে পড়া মানুষদের জন্য। তিনি হলে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিন।

তিনি মানবতার সেবায় স্বপ্নজয়ী ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা। তিনি দেশের কয়েকটি জেলায় তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করেন। অবহেলিত এসব মানুষের সাথে গড়ে উঠেছে তার ভালোবাসার যোগসূত্র। খোঁজ খবর রাখেন এসব বঞ্চিত অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষের। তাদের পরিবারের সদস্য ও আশপাশের ঝরে পড়া শিশুদের জন্য গড়েছেন মানবতার সেবায় স্বপ্নজয়ী পাঠশালা।
টাঙ্গাইলের মধুপুরেও তৃতীয় লিঙ্গের এসব মানুষের মাধ্যমে গড়ে তোলেছেন এ ব্যতিক্রমী পাঠশালা। গত সপ্তাহে মধুপুর পৌর শহরের টেকি পাড়ায় ব্যতিক্রমী পাঠশালার তত্ত্বাবধান করছে তৃতীয় লিঙ্গের টাঙ্গাইল জেলার সভাপতি প্রেমা। প্রেমার ভাড়া নেয়া বাসায় আপাতত চলছে পাঠ কার্যক্রম। এক সপ্তাহে ঝরে পড়া শিশু শিক্ষার্থীদের আনন্দ আড্ডায় চলছে পাঠ। পাঠশালায় কোমলমতি ৫০ জন শিক্ষার্থী স্বপ্ন জয়ীতে পাঠ নিচ্ছে। শিশুদের খাতা কলম আর নাস্তার যোগানও দিচ্ছে। আদর মমতা আর ভালোবাসায় শিক্ষা আর পাঠে নিমগ্ন করতে নিরলস শ্রম দিচ্ছে শিক্ষকরা ।

বিদ্যালয়ের সভাপতি ও মধুপুর শাখার তত্ত্বাবধায়ক প্রেমা জানান, আমরা অবহেলিত। তাদের মাধ্যমে এ পাঠশালায় শিশুরা পড়াশোনা শুরু করেছে । ওরা মানুষ হতে পারে। সবাই না হলেও কিছু শিক্ষার্থীও যদি পড়াশোনা করে মানুষ হয়, সেইটাই হবে তাদের সার্থকতা। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ স্বপ্নজয়ী পাঠশালার মধুপুর শাখার উদ্যোক্তা জুবদিল খান জানান,ঝরে পড়া শিশুদের নিয়ে এ পাঠশালা। তিনি স্বপ্নজয়ীর ফাউন্ডার সাগরিকা নাসরিনের সাথে যোগাযোগ করে এ পাঠশালা আনার জন্য তার এ সময়ের সহপাঠী (এখন তৃতীয় লিঙ্গের) প্রেমাকে উৎসাহিত করেন। তিনি সাথে তিনি স্বপ্নজয়ীর ফাউন্ডারের সাথে যোগাযোগ করে পাঠশালার ব্যবস্থা হয়।

শুক্রবার (১ ডিসেম্বর) মানবতার সেবায় স্বপ্নজয়ী ফাউন্ডাশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাগরিকা নাসরিন এসে ছিলেন মধুপুরের এ পাঠশালা দেখতে। সকালে পাঠশালা প্রাঙ্গণে পৌঁছালে তৃতীয় লিঙ্গের সদস্যরা তাকে উষ্ণ লাল গালিচায় শুভেচ্ছা জানান। পরে পাঠশালা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বপ্নজয়ী ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা প্রতিরক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন,মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এস এম শহীদ, তারার মেলা কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল আব্দুল লতিফ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খান। এ সময় টাঙ্গাইল জেলার তৃতীয় লিঙ্গের বিভিন্ন স্থানের সদস্য,স্বপ্ন জয়ী ফাউন্ডেশনবাংলাদেশের প্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষসহ বিভিন্ন র্্েরনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে পাঠশালা পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মানবতার সেবায় স্বপ্নজয়ী পাঠশালার স্বপ্ন ্র্রস্টা স্বপ্নজয়ী বাংলাদেশ এর নির্বাহী পরিচালক সাগরিকা নাসরিন বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ দেশে লাখের উপরে। তারা কিন্তু কম বেশি মেধাবী। তাদের কে যদি সমাজের ভালো কাজের সাথে সম্পৃক্ত করা যায়, তাহলে তারা সম্মানের জায়গা পাবে। তৃতীয় লিঙ্গের মানুষদের মাধ্যমে এসব পাঠশালা পরিচালিত হচ্ছে, তারাও এগিয়ে আসছে। সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের এ পাঠশালা তাদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। তাদের সহযোগিতায় আদর স্নেহে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এতে করে সুবিধা বঞ্চিত শিশু ও তারা উপকৃত হবে। তৃতীয় লিঙ্গের মানুষরা যে শুধু হাত বাড়বে, তা নয় তাদের দ্বারাও সমাজে নতুন ভাবে উমেজ তৈরি হবে বলে তিনি মনে করেন। এ জন্য তিনি সমাজের মানুষদের এগিয়ে আসার আহবান জানান।

 

 

 

১৯৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *