
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য খান আহমেদ শুভকে এবার ৮ জন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তারা হলেন- গোড়াই ইউপির টানা পাঁচবারের চেয়ারম্যান ও টানা তিনবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, মহেড়া পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোশারফ হোসেন, ওয়ার্কার্স পার্টি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম নওজব চৌধুরী পাওয়ার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মনজুর রহমান মজনু, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপস, বাংলাদেশ কংগ্রেস পার্টির সদস্য রুপা রায় চৌধুরী ও জাকের পার্টির মোক্তার হোসেন।
রবিবার (৩ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও তাদের প্রস্তাবকারী-সমর্থনকারীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।
এ সময় রিটার্র্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান ইফসুফজাই সানির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১ থেকে ৪ ডিসেম্বর যাচাই-বাছাই হবে। আপিল ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী (১৭ ডিসেম্বর) এবং আগামী (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী (১৮ ডিসেম্বর) থেকে (৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত প্রচার-প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা। আগামী (৭ জানুয়ারি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন রয়েছে। ৩ লক্ষ ৫৮ হাজার ৪৩২ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ১ লক্ষ ৮০ হাজার ২০৭ ও মহিলা ১ লক্ষ ৭৮ হাজার ২১৯ জন ও তৃতীয় লিঙ্গের ৬ জন ভোটার রয়েছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম জানিয়েছেন।
এই আসনের টানা চারবারের সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির দুইবারের সভাপতি একাব্বর হোসেন বিগত ২০২১ সালের (১৬ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূণ্য হয়। পরে বিগত ২০২২ সালের (১৬ জানুয়ারি) উপনির্বাচনে খান আহমেদ শুভ নৌকা প্রতীক পেয়ে বিজয়ী হন।