জামিল বসের টাঙ্গাইল ফুটবল একাডেমীর পুণরায় যাত্রা শুরু

খেলা টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্পোর্টস রিপোর্টার ॥
ফুটবলার তৈরীর কারিগর মরহুম আতিকুর রহমান জামিল “জামিল বস” এর টাঙ্গাইল ফুটবল একাডেমী পুণরায় যাত্রা শুরু করলো। সোমবার (৪ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর আসনে সংসদ সদস্য প্রার্থী জামিলুর রহমান মিরন পুণরায় এই ফুটবল ক্যাম্পের উদ্বোধন করেন। এই সময় তার পাশে জাতীয় দল এবং টাঙ্গাইলের সাবেক তারকা ফুটবলার সাইফুল ইসলাম সাইফ, সোহেল খানসহ উঠতি ও প্রতিশ্রুতিশীল ফুটবলারবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল ফুটবল একাডেমী পরিচালনার দায়িত্বে থাকবেন মরহুম আতিকুর রহমান জামিলের সহধর্মিনী আতিয়া খানম। সাবেক ফুটবলার আরিফ আকন্দ ও রনজিৎ রায়ের তত্বাবধানে উঠতি ফুটবলারদের প্রশিক্ষণ চলবে।
জানা যায়, বিগত ২০০৪ সাল হতে চলমান ফুটবল ক্যাম্প গত (৩ সেপ্টেম্বর) ফুটবলারদের কোচ আতিকুর রহমান জামিল লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যান। এরপর অনেকদিন তার গড়ে তোলা টাঙ্গাইল ফুটবল একাডেমীর কার্যক্রম বন্ধ হয়ে যায়। সুন্দর ও পরিছন্নভাবে পরিচালনার জন্য জামিল বসের স্ত্রী আতিয়া খানমের পাশে সহযোগিতা করবেন আরিফ আকন্দ ও রনজিৎ রায়। পুণরায় ফুটবল একাডেমীর যাত্রায় প্রায় ৮০ জন আবাসিক ও অনাবাসিক ফুটবলার পাশে আছেন বলে একাডেমী কর্তৃপক্ষ জানান।

৩৩৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *