নাগরপুরে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কৃষি টাঙ্গাইল নাগরপুর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ৮ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার এবং সমলয় চাষাবাদের জন্য বীজ ও সার সহায়তা কর্মসুচীর উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপুসহ জনপ্রতিনিধিরা।

২১০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *