সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় কালিয়ান পাড়া গুড নেইবারসের নিজস্ব কার্যালয় থেকে ৭১৮ জন আইডি প্রাপ্ত কিশোরীর মাঝে এ স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। এ সময় কিশোরীদের মাঝে ন্যাপকিন (স্বাস্থ্য উপকরণ) এবং এর পাশাপাশি ২৮ জন আইডি শিশুর মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। পুষ্টিকর খাবারের মধ্যে ছিলো ১ কেজি ডাল, ১ লিটার সরিষার তৈল, ৪০০ গ্রাম গুঁড়ো দুধ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন মুকুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আনোয়ার হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, প্রেসক্লাব সহ-সভাপতি তাইবুর রহমান, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, সিডিপি ম্যানেজার সাইফুল ইসলাম প্রমূখ। এসময় সিডিপির হেলথ সহকারী ডা: বিদ্যুৎ নাথ, শিক্ষক, অভিভাবক ও কিশোরীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষিকা ঝর্না আক্তার।