সোহেল রানা, কালিহাতী ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদারকে বিজয়ী করতে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে এলেঙ্গা রিসোর্ট প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু নাসের, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম ও শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন শিকদার প্রমুখ। বর্ধিত সভাটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা।