
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে নানা কর্মসূচি মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগর প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৫ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শহীদ শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সাঈম তালুকদার বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারুণের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এছাড়া সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।