নাগরপুরে সাংবাদিকদের সাথে এমপি টিটুর মতবিনিময়

টাঙ্গাইল নাগরপুর রাজনীতি

নাগরপুর প্রতিনিধি ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাগরপুর প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নাগরপুর-দেলদুয়ার আসনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু। সোমবার (৪ ডিসেম্বর) সকালে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি, আনিসুর রহমান আনিস, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সবর, আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক শাহ আলাম মিয়া, তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক উজ্জল মোল্লা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়া, সাধারন সম্পাদক লিয়াকত শিকদার, যুবলীগের আহ্বায়ক (দায়িদ্বপ্রাপ্ত) ভক্ত গোপাল রাজবংশী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক ফারুক হোসেন, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক সজীব মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মত বিনিময়কালে আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। নৌকা প্রতিকের বিজয়ের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনা নাগরপুরের উন্নয়নে যে সকল মেগা প্রকপ্ল সমুহ দিয়েছেন সে গুলো যেন সুন্দর ভাবে শেষ করতে পারি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মত কোন পরিবেশ যেন কেউ তৈরি করতে না পারে। সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

৯০১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *