স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে দুই অবৈধ ড্রেজার ব্যবসায়ীকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বংশাই নদীর খামারপাড়ার মৈশালপাড়া এলাকায় মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। এ সময় দুটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেন তিনি।
জানা গেছে, গোড়াই এলাকার প্রভাবশালী কয়েকজন বালু খেকু বংশাই নদীর খামারপাড়ার মৈশালপাড়া এলাকায় অবৈধভাবে দুটি ড্রেজার বসিয়ে বালু তুলে তা বিক্রি করে আসছিলেন। এমন খবর পেয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বংশাই নদীর ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালান। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে গেলেও গোড়াই শীলপাড়া এলাকার স্বপন চন্দ্র শীলের ছেলে শ্রাবন চন্দ্র শীল ও গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভবেরহাট এলাকার আনসার আলীর ছেলে আপেল মাহমুদকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান তাদের কাছ থেকে দুই লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা আদায় এবং ড্রেজার দুটি জব্দ করেন।
এছাড়া একই দিন মির্জাপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে চার ব্যবসায়ীর কাছ থেকে সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, বংশাই নদীর খামারপাড়ার মৈশালপাড়া এলাকায় মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই ড্রেজার ব্যবসায়ীর কাছ থেকে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।