
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ।।
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে নাশকতা ও গাড়ি পোড়ানো মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বাসিন্দা আলম মৃধা ও ভাতগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইচাইল গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম।
পুলিশ জানায়, মির্জাপুর থানায় দায়েরকৃত নাশকতা চেষ্টা মামলার আসামী আলম মৃধাকে এবং গত ২৭ নভেম্বর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় বাস পোড়ানোর মামলায় সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার (৬ ডিসেম্বর) আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজাতে পাঠানো হয়েছে।