
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার পরিবর্তে কমিটির সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। আলী আজম সিদ্দিকী ২০০২ সাল থেকে পৌরসভার তিন নম্বর সদর ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর ছোট ভাই। আলী আজম সিদ্দিকী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টি বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
পত্রে উল্লেখ রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্র্রঘোষিত চলমান আন্দোলন কর্মসূচীতে কোনো ধরনের ভূমিকা না রাখায় টাঙ্গাইল জেলাধীন মির্জাপুর পৌরসভা বিএনপির সভাপতি হযরত আলী মিঞার পরিবর্তে পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
হযরত আলী মিঞার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার পরিবর্তে আলী আজম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন।