সাদ্দাম ইমন ॥
ভারতের অন্ধ্রপ্রদেশ ও এর আশেপাশের এলাকা থেকে ঘূর্ণিঝড় 'মিগজাউম' উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ ও পরে লঘুচাপে পরিণত হয়েছে। এ কারণে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঘূর্ণিঝড়টির প্রভাবে টাঙ্গাইল জেলায় সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল শুক্রবারও (৮ ডিসেম্বর) বৃষ্টির সম্ভবনা আছে। তবে এরপর শনিবার (৯ ডিসেম্বর) দিন থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে অন্ধ্রপ্রদেশের উত্তরে ও উড়িষ্যা রাজ্যের দক্ষিণে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘের সৃষ্টি হয়েছে। এতে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) টাঙ্গাইলের কয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল শুক্রবার (৮ ডিসেম্বর) সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে।