
ভূঞাপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরকে অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোর বাদী হয়ে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভূঞাপুর থানা অভিযো রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুুপুরে ভুক্তভোগীর বাবা এ বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত রফিকুল ইসলাম উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত রফিকুল ইসলামের সঙ্গে ভুক্তভোগী পূর্ব পরিচিত। প্রায় এক বছর যাবৎ রফিকুল ইসলাম ওই কিশোরকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ৫ ডিসেম্বর সন্ধ্যার পর ওই কিশোর তার বাড়ির পাশে সনাতন ধর্মালম্বীদের একটি অনুষ্ঠান দেখতে যায়। সে অনুষ্ঠানে রাত ৮ টার দিকে তাকে কৌশলে ডেকে নিয়ে পরিত্যক্ত জায়গায় নিয়ে বলাৎকারের চেষ্টা করে এবং ধস্তাধস্তির একপর্যায়ে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত রফিকুল পালিয়ে যায়।
ভুক্তভোগীর বাবা জানান, বখাটে রফিকুল নেক্কারজনক কাজ করার চেষ্টা করে ও আমার ছেলেকে মারধর করেছে। থানায় অভিযোগ করেছি। বিষয়টি স্থানীয় মেম্বাররা মিমংসা করে দিবেন বলে জানিয়েছে। কয়েড়া পালপাড়া কীর্তন পরিচালনা কমিটির সভাপতি বাবু সুভাষ পাল জানান, আমরা ধর্মীয় কাজে ব্যস্ত থাকায় কিছু দেখতে পারিনি, কিন্তু হৈচৈ শুনেছি।
গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল সরকার বলেন, বিষয়টি আমি শুনেছি এবং ভুক্তভোগী কিশোর থানা অভিযোগ করেছে। এ ব্যাপারে চেয়ারম্যানের সাথে কথা বলব।
এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ বলেন, বলাৎকারের চেষ্টার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।