স্টাফ রিপোর্টার ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের অনুমোদনে পর সারাদেশের মতো টাঙ্গাইল জেলার ৪ টি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে বদলি করা হয়েছে। সেই সাথে তাদেরকে নতুন কর্মস্থলে যোগদানের আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষর করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সদ্য বদলি আদেশ প্রাপ্ত অফিসার ইনচার্জরা (ওসি) হলেন- টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়াকে বদলী করে নতুন কর্মস্থল ঘাটাইল থানায় দেয়া হয়েছে। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেনকে বদলী করে নতুন কর্মস্থল টাঙ্গাইল সদর থানায় দেয়া হয়েছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনকে বদলী করে নতুন কর্মস্থল ধনবাড়ি থানায় দেয়া হয়েছে। ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিনকে বদলী করে নতুন কর্মস্থল নাগরপুর থানায় দেয়া হয়েছে।
এর আগে, এদিন বিকেলে সারাদেশের ৩৩৮ থানার ওসিকে বদলির প্রস্তাব অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব থানার (ওসি) বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন, প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে (৫ ডিসেম্বরের) মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিন দিন সময় বাড়ায়।
সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলের ৪ থানার ওসিকে বদলী
৫৬১ Views