সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ভাসমান অবস্থায় নূর আলম (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাংড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের চাকতা বিল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত একই ইউনিয়নের পুখুরিয়া গ্রামের আনিসের ছেলে নূর আলম। নিহত নূর আলম মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছিলো বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে কালিহাতী থানার ওসি মুহাম্মদ কামরুল ফারুক বলেন, স্থানীয়রা ইছাপুর গ্রামের একটি বিল থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহতের লাশ থেকে মনে হচ্ছে দুই থেকে একদিন আগে পানিতে পড়ে ডুবে ছিলো।
৩১০ Views