গোপালপুর প্রতিনিধি ।।
টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটির গোপালপুর শাখার আয়োজনে (৯ ডিসেম্বর) শনিবার সকালে গোপালপুর প্রেসক্লাবের সামনে মানব বন্ধন ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটির গোপালপুর শাখার সভাপতি হারুনুর রশিদ এর সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোরশেদ, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বদিউল আলম সিকদার বাদল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উপজেলা শিক্ষক মাধ্যমিক সমিতির সভাপতি জিএম ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কেএম শামীম, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা স্কাউটের সদস্য ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ।