টাঙ্গাইলের বিভিন্ন আসনের ১০ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপীল করেছেন

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের বিভিন্ন আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া ১০ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপীল করেছেন। শনিবার (৯ ডিসেম্বর) বিকেল পর্যন্ত আপীল করার সর্বশেষ দিন ছিল। এর আগে গত (২ ও ৩ ডিসেম্বর) জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম ১২ জনের মনোনয়নপত্র বিভিন্ন জটিলতার কারণে বাতিল করে। এদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া ১২ জন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপীল করেননি।
এদের আপীল শুনানি অনুষ্ঠিত হবে আগামী (১০ ডিসেম্বর) থেকে (১৫ ডিসেম্বর) পর্যন্ত। এদিকে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনিরের মনোনয়নপত্র বাতিলাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপীল করেছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ও পদত্যাগকারী গোপালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।
সিনিয়ন জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ূর রহমান জানান, রবিবার (১০ ডিসেম্বর) দিনব্যাপী ১ শতাংশ ভোটার স্বাক্ষরজনিত কারণে বাতিল হওয়া প্রার্থীদের শুনানি অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০ টায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিস্কৃত নেতা খন্দকার আহসান হাবিব। টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহমুদুল ইলাহ। এদিন দুপুর ১২ টায় টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী এটিএম আনিছুর রহমান বুলবুল। এদিন বিকলে ৩ টায় টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী রাফিউর রহমান ইউসুফজাই সানি।
সোমবার (১১ ডিসেম্বর) দিনব্যাপী ঋণ খেলাপীর কারণে বালিত হওয়া প্রার্থীদের শুনানি অনুষ্ঠিত হবে। এদিন বিকলে ৩টা থেকে ৪ টায় টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী দলীয় প্যাডে না/ যথাযথভাবে মনোনয়ন ফরম পূরণ নেই এ কারণে প্রার্থীতা বাতিল হওয়া প্রার্থীদের শুনানি অনুষ্ঠিত হবে। এদিন ১০টা থেকে ১১টা পর্যন্ত টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের জাসদ (ইনু) প্রার্থী এসএম আবু মোস্তফা।
বুধবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী ১ শতাংশ ভোটার স্বাক্ষরজনিত কারণে বাতিল ও ঋণ খেলাপীর কারণে প্রার্থীদের শুনানি অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টা থেকে ৪টায় টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী তারেক শামস খান হিমু, ওই আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার ওয়াহিদ মুরাদ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার সময় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনিরের মনোনয়নপত্র বাতিলাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপীলের শুনানী অনুষ্ঠিত হবে। এই আপীল করেছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ও পদত্যাগকারী গোপালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।
এছাড়া মনোনয়নপত্র বাতিল হওয়া ১২ জন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপীল করেননি। তারা হলেন- টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি আমানুর রহমান খান রানার স্ত্রী ফরিদা রহমান খান ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেনিগার হোসেন তন্ময়।

 

 

 

৫৩১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *