
স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশের কৃষিকে জীবিকা থেকে বাণিজ্যিকভাবে ফল ও শাকসবজি রপ্তানির সুবিধায় রূপান্তর করা, ক্রমবর্ধমান মূল্যের সাথে উচ্চ-মূল্যের নিরাপদ এবং পুষ্টিকর খাবারের প্রাপ্যতা বৃদ্ধি, জলবায়ু সহনশীল কৃষি-খাদ্য খাত বিকাশ করার লক্ষ্যে কৃষি মন্ত্রনালয়ের “পার্টনার’ প্রকল্পের আওতায় ঢাকা অঞ্চলের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহা-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের মহা-পরিচালক ডক্টর দেবাশিষ সরকার, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মহা-পরিচালক ডক্টর মোঃ শাহজাহান কবীর, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহবুবুল হক পাটওয়ারী।
ঢাকা অঞ্চলের আটটি জেলার কৃষি সংশ্লিষ্ঠ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কৃষি উদ্যোক্তা ও কৃষকরা কর্মশালায় অংশ নেন।