স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
মির্জাপুর উপজেলা পরিষদ হল মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা বিনতে মতিন। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সুলতান উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এর আগে সকালে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উঠিয়ে দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন ইউএনও শাকিলা বিনতে মতিন।