ঘাটাইলে আওয়ামী লীগ প্রার্থী কামরুলের নিজ নামে স্বর্ণালংকার রয়েছে ১৫ ভরি

ঘাটাইল টাঙ্গাইল লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. কামরুল হাসান খান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী হলফনামায় যে সব তথ্য দিয়েছেন তা থেকে জানা যায়।
ডা. কামরুল হাসান খান এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তার নামে কোন মামলা নেই। তার সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেন, বাড়ি/এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া বাবদ তার বাৎসরিক আয় ১ লাখ ৩২ হাজার ৮৩২ টাকা। এ খাত থেকে তার উপর নির্ভরশীলদের আয় ১ লাখ ৩২ হাজার ৮৩৩ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে তার আয় ১ লাখ ৯৮ হাজার ৫৯৬ টাকা। এ খাত থেকে তার উপর নির্ভরশীলদের আয় ১৫ লাখ ৮ হাজার ৯৭৯ টাকা। শিক্ষকতা, চিকিৎসা, আইন পরামর্শক থেকে আয় ৪ লাখ ৯৫ হাজার ৫৯৮ টাকা। তার উপর নির্ভরশীলদের আয় ৫৪ হাজার টাকা। চাকুরী থেকে তার উপর নির্ভরশীলদের আয় ২৫ লাখ ৭২ হাজার ৫৫৯ টাকা। ডা. কামরুল হাসান খান তার উপর নির্ভরশীলদের ব্যবসা থেকে আয় ১ লাখ ৯৮ হাজার ৫৯৬ টাকা।
অস্থাবর সম্পত্তির হিসেবে তিনি উল্লেখ করেন, তার কাছে নগদ টাকা রয়েছে ৬৬ লাখ ৩৪ হাজার ৫৫১ টাকা ও স্ত্রীর নামে রয়েছে ৮৪ লাখ ৬০ হাজার ৬৬৪ টাকা। ব্যাংকে এফডিয়ার রয়েছে ৫৫ লাখ ২ হাজার ৬৮৪ টাকা। তার একটি গাড়ি রয়েছে যার মূল্য ৩৭ লাখ ৬৪ হাজার ৩৬৫ টাকা। নিজ নামে স্বর্ণালংকার রয়েছে ১৫ ভরি (উপহার হিসেবে প্রাপ্ত) ও তার স্ত্রীর রয়েছে ১০ ভরি, যার মূল্য ৩০ হাজার টাকা। ইলেকট্রনিক সামগ্রী রয়েছে নিজ নামে ৩৫ হাজার টাকার ও স্ত্রীর নামে রয়েছে ১ লাখ ২০ হাজার টাকার। আসবাবপত্র রয়েছে নিজ নামে ৬৫ হাজার টাকার ও স্ত্রীর নামে রয়েছে ৩২ হাজার টাকার।
স্থাবর সম্পত্তির মধ্যে অকৃষি জমি স্ত্রীর নামে যার মূল্য ২ লাখ ৮৩ হাজার ২৫০ টাকা। যৌথ মালিকানায় ১৬ শতাংশ, জমি যার মূল্য তার অংশের ২ লাখ ৮৩ হাজার ২৫০ টাকা। তার নিজ নামে একটি ফ্ল্যাট বাড়ি রয়েছে, যার মূল্য ৮০ লাখ টাকা (যখন কিনেছিলেন তখনকার মূল্য)। স্ত্রীর নামে ৫০ ভাগ ফ্ল্যাটের শেয়ার রয়েছে, যার মূল্য ৭ লাখ ১৪ হাজার ৫০০ টাকা।

 

 

৩৮৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *