
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধারাবাহিক গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী। তিনি শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে পৌরসভার বেড়াবুচনা, কাজীপুর, বাছরাকান্দি, মাদারখোল ও ছিলিমপুর ইউনিয়নের বরুহা, চরপাড়া, কুচিয়ামাড়িতে পথসভা করেন। এসব গণসংযোগে মুরাদ সিদ্দিকীর পক্ষে মানুষের ঢল নেমেছে।
উপস্থিত জনতার উদ্দেশ্যে মুরাদ সিদ্দিকী বলেন, আমি আপনাদের লোক। আমি আপনাদের ভালবাসায় টিকে আছি। আমার নির্বাচনে সবসময়ই পাশে ছিলেন। আশা করি ভবিষ্যতেও থাকবেন। একবার আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সেবা করার সুযোগ চাই।
এসময় বক্তব্য রাখেন আসাদুজ্জামান মনি আরজু, জাহাঙ্গীর আলম, ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, তফিজ মেম্বার ও বুলবুল মিয়া প্রমুখ।
টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকী পরিবারের সদস্য মুরাদ সিদ্দিকীর সদর আসনে রয়েছে নিজস্ব ভোট ব্যাংক। তিনি এরআগে উল্লেখযোগ্য ভোট পেয়ে পরাজিত হন।
মুরাদ সিদ্দিকী ছাড়াও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী হয়েছেন- আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মামুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান এমপি ছানোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, জাতীয় পার্টি মনোনীত ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ অন্যান্যরা।