টাঙ্গাইলে পেঁয়াজের দাম বেশি রাখায় তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জারিমানা

আইন আদালত টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলে পেঁয়াজের দাম বেশি রাখায় তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জারিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের পার্ক বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বার্হী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার।

নির্বার্হী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার বলেন, ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুন দামে পেঁয়াজ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে সকল ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে তারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি না করে। তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

এসময় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নাহিয়ান নূরেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা ফারজানা খান ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

৩৩৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *