
কাজল আর্য ॥
টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধারাবাহিক গণসংযোগ করছেন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী। তিনি শনিবার (৯ ডিসেম্বর) উপজেলার বিভিন্নস্থানে পথসভা ও মতবিনিময় করেন। ঘারিন্দা উইনিয়নের গোসাই জোয়াইর, কুমুল্লী নামদার মোড়, ভাতকুড়া উত্তর বাজার, গোসাইবাড়ি কুমুল্লী ও ধুলটিয়ায় জনসংযোগ করেন। এসব গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকীর পক্ষে মানুষের ঢল নেমেছে।
এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী বলেন, আমি আপনাদের লোক। আপনাদের ভালবাসায় টিকে আছি। আমার নির্বাচনে সবসময়ই পাশে ছিলেন। আশা করি ভবিষ্যতেও থাকবেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সেবা করার একবার সুযোগ চাই। আমি বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবো। শিক্ষা বান্ধব ও সুচিকিৎসা নিশ্চিতকরণ হবে আমার অন্যতম অঙ্গীকার।
জনসংযোগে বক্তব্য রাখেন আসাদুজ্জামান মনি আরজু, জাহাঙ্গীর আলম, চন্দন সূত্রধর, শাহীন চৌধুরী, মোস্তফা, রাকিব হাসান, মোহাম্মদ আলী রাজু, আলী আজম, সরোয়ার উদ্দিন, শফিকুল ইসলাম খাজা, সাইদুল ইসলাম মেম্বার, ইলিয়াস, রাসেল ও হুমায়ূন কবির প্রমুখ।
টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকী পরিবারের সদস্য মুরাদ সিদ্দিকীর সদর আসনে রয়েছে নিজস্ব ভোটব্যাংক। তিনি এরআগে উল্লেখযোগ্য ভোট পেয়ে পরাজিত হন।
মুরাদ সিদ্দিকী ছাড়াও সদর আসনের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মামুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ছানোয়ার হোসেন, পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, জাতীয় পার্টি মনোনীত মোজাম্মেল হক ও বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট খন্দকার আহসান হাবীব।