
স্টাফ রিপোর্টার ॥
ঢাকাসহ দেশের অন্যান্য জেলা সদরে ‘গুম-খুনের শিকার’ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানবাধিকার দিবসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা মহিলাদল। রোববার (১০ ডিসেম্বর) সকালে আদালত প্রাঙ্গনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইসমিন খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদী’র নেতৃত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মহিলাদলের সভাপতি নিলুফার ইসমিন খান বলেন, বাংলাদেশে বিএনপি বিহীন কোন নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগের একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না।