
স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইল-৫ সদর আসনের গালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী। তিনি রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে সদুল্ল্যাপুর, গালা বাজার ,খলিলের মোড়, রসুলপুর বাজার ,আগ বেথুর ও শিবপুরে গণসংযোগ করেন।
এসময় মুরাদ সিদ্দিকী বলেন, আমি কয়েকবার নির্বাচন করেছি। আপনারা আমাকে ভোট দিয়েছেন। কিন্তু বিজয় ধরে রাখতে পারি নাই। এবার দেশে সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ যাকে ভোট দিবেন তিনিই বিজয়ী হবেন। আশা করি আপনারা আমাকে ফিরিয়ে দিবেন না।
মুরাদ সিদ্দিকী আরো বলেন, আপনারাই আমার শক্তি আপনারাই আমার সম্পদ। আমাকে একবার সেবা করার সুযোগ দেন। আমি সারাজীবন আপনাদের সেবক হয়ে কাজ করবো।
গণসংযোগে বক্তব্য দেন মোহাম্মদ আসাদুজ্জামান মনি আরজু, জাহাঙ্গীর আলম, চন্দন সূত্রধর, ,শহিদুল ইসলাম শাহীন ,আব্দুল খালেক, রনজিত সরকার ,রিপন , শামসুল আলম খেপু প্রমুখ।