
স্টাফ রিপোর্টার ।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি। তিনি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
রোববার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর রাফিউর রহমান খান ইউসুফজাই সানি বলেন, মির্জাপুরবাসীর দোয়া ছিল বলেই আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। সত্যিই আমি আনন্দিত। এটিও একটি অর্জন। সব সময় মির্জাপুরবাসীর উন্নয়নে কাজ করতে চাই।
গত ০৩ ডিসেম্বর টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে এক শতাংশ ভোটারের তালিকায় মৃত ব্যক্তির নাম ও স্বাক্ষর আবেদনপত্রে যুক্ত করায় টাঙ্গাইল-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী রাফিউর রহমান খান ইউসুফজাই সানির মনোনয়ন বাতিল করেন টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কায়ছারুল ইসলাম। পরে ০৫ ডিসেম্বর তিনি আপিল করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে রোববার ১০ ডিসেম্বর মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেলেন।